সভার অধিবেশন
সভার স্থানঃ ইউপি কার্যালয় তারিখঃ ০৯-০৭-২০১৩
সময়ঃ ১১.০০ ঘটিকায়
আলোচ্য বিষয়ঃ
০১/ পূর্ববতী সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন
০২/ আইন শৃংখলা সম্পর্কে আলোচনা সভা
০৩/ বিবিধ
সভায় উপস্থিত সদস্যগনের নাম
ক্রমিক নং নাম পদবী ও স্বাক্ষর
০১/ মোছাঃ হালিমা বেগম ইউপি সদস্য স্বাক্ষরিত
০২/ মোছাঃ চান বানু ইউপি সদস্য স্বাক্ষরিত
০৩/ ফুলমালা বেগম ইউপি সদস্য স্বাক্ষরিত
০৪/ মোঃ গিয়াস উদ্দিন শাহ্ ইউপি সদস্য স্বাক্ষরিত
০৫/ মোঃ ফরিদ মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
০৬/ মোঃ ধলু মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
০৭/ মোঃ ছায়েব আলী ইউপি সদস্য স্বাক্ষরিত
০৮/ মোঃ ছুরুক মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
০৯/ মোঃ আবু কালাম মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
১০/ বাশী বিস্বাশ ইউপি সদস্য স্বাক্ষরিত
১১/ হরিকমল সরকার ইউপি সদস্য স্বাক্ষরিত
১২/ মোঃ আমির হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
অদ্য ০৯-০৭-২০১৩ খ্রিঃ তারিখের সভায় সভাপতিত্ব করেন জনাব এটি এম মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ০৬নং বুড়িশ্বর ইউপি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন
০১ নং আলোচ্য সূচি অনুযায়ী সভাপতি মহোদয় বলেন যে, বিগত সভার কার্যবিবরনী পাঠ করা হয় এবং কোন প্রকার সংশোধনী না থাকায় তা সর্ব সম্মতি ক্রমে গৃহিত ও অনুমোদিত হয়
০২ নং আলোচ্য সূচি অনুযায়ী জনাব মোঃ আমির হোসেন ইউপি সদস্য ০৯নং ওয়ার্ড বলেন যে, অত্র বুড়িশ্বর ইউনিয়নের চুরি, ডাকাতি ও রাহাজানি বৃদ্ধি পেয়েছে এই মর্মে সভায় প্রস্তাব পেস করেন
সিদ্ধান্ত
ইউপি সদস্য জনাব মোঃ আমির হোসেন এর প্রস্তাবের প্রেক্ষিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, অত্র ০৬নং বুড়িশ্বর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এর গ্রামপুলিম গনকে দিয়ে পাহারার ব্যাস্তা করন এবং অত্র মহল্লায় কোন অপরিচিত লোক দেখতে পেলে সংশ্লিষ্ট থানাতে খবর দেওয়া
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS