Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

 

সভার অধিবেশন

সভার স্থানঃ ইউপি কার্যালয়৤                                                   তারিখঃ ০৯-০৭-২০১৩

                                                                                     সময়ঃ ১১.০০ ঘটিকায়৤

 

আলোচ্য বিষয়ঃ

                ০১/ পূর্ববতী সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন

                ০২/ আইন শৃংখলা সম্পর্কে আলোচনা সভা৤

                ০৩/ বিবিধ৤

                সভায় উপস্থিত সদস্যগনের নাম                     

ক্রমিক নং                      নাম                         পদবী                         ও স্বাক্ষর

           ০১/       মোছাঃ হালিমা বেগম           ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ০২/       মোছাঃ চান বানু                 ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ০৩/      ফুলমালা বেগম                   ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ০৪/       মোঃ গিয়াস উদ্দিন শাহ্         ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ০৫/       মোঃ ফরিদ মিয়া                 ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ০৬/      মোঃ ধলু মিয়া                    ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ০৭/       মোঃ ছায়েব আলী                ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ০৮/      মোঃ ছুরুক মিয়া                 ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ০৯/      মোঃ আবু কালাম মিয়া           ইউপি সদস্য                      স্বাক্ষরিত

           ১০/      বাশী বিস্বাশ                       ইউপি সদস্য                      স্বাক্ষরিত

                    ১১/      হরিকমল সরকার                 ইউপি সদস্য                      স্বাক্ষরিত

                    ১২/      মোঃ আমির হোসেন               ইউপি সদস্য                      স্বাক্ষরিত

 

 

অদ্য ০৯-০৭-২০১৩ খ্রিঃ তারিখের সভায় সভাপতিত্ব করেন জনাব এটি এম মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ০৬নং বুড়িশ্বর ইউপি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া৤

সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন৤

০১ নং আলোচ্য সূচি অনুযায়ী সভাপতি মহোদয় বলেন যে, বিগত সভার কার্যবিবরনী পাঠ করা হয় এবং কোন প্রকার সংশোধনী না থাকায় তা সর্ব সম্মতি ক্রমে গৃহিত ও অনুমোদিত হয়৤

০২ নং আলোচ্য সূচি অনুযায়ী জনাব মোঃ আমির হোসেন ইউপি সদস্য ০৯নং ওয়ার্ড বলেন যে, অত্র বুড়িশ্বর ইউনিয়নের চুরি, ডাকাতি ও রাহাজানি বৃদ্ধি পেয়েছে এই মর্মে সভায় প্রস্তাব পেস করেন৤

 

  সিদ্ধান্ত

          ইউপি সদস্য জনাব মোঃ আমির হোসেন এর প্রস্তাবের প্রেক্ষিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৤ আলোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, অত্র ০৬নং বুড়িশ্বর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এর গ্রামপুলিম গনকে দিয়ে পাহারার ব্যাস্তা করন৤ এবং অত্র মহল্লায় কোন অপরিচিত লোক দেখতে পেলে সংশ্লিষ্ট থানাতে খবর দেওয়া৤

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন৤

৬নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।